সন্ত্রাস বিরোধী যুদ্ধ অভিজ্ঞতা বিনিময় করছে সিরিয়া এবং রাশিয়া
(last modified Sat, 01 Oct 2016 10:01:20 GMT )
অক্টোবর ০১, ২০১৬ ১৬:০১ Asia/Dhaka
  • সন্ত্রাস বিরোধী যুদ্ধ অভিজ্ঞতা বিনিময় করছে সিরিয়া এবং রাশিয়া

সিরিয়া এবং রাশিয়ার বিমান বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করছে। সিরিয় সেনাবাহিনীর জেনারেল ওসমান হুদুর এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, রুশ অ্যারোস্পেস বাহিনীর অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করছে সিরিয় বাহিনী।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের আমন্ত্রণে এক বছর আগে সিরিয়ায় বিমান অভিযান শুরু করেছে। এতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ, আন-নুসরা এবং তাদের  মিত্র সন্ত্রাসীগোষ্ঠীগুলোর অধিকৃত ভূমি মুক্ত করতে শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।

সন্ত্রাসীদের বিস্তার ঠেকাতে এবং তাদের সামরিক সক্ষমতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে  এই সামরিক অভিযান। সিরিয় বিমান বাহিনীর সহায়তায় রুশ অ্যারোস্পেস বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এতে এ সব গোষ্ঠীর সন্ত্রাসী ও সামরিক ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানান জেনারেল হুদুর।

জেনারেল হুদুর বলেন, রুশ বিমান হামলায় সন্ত্রাসীদের ৫০ শতাংশের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ছাড়া, সামরিক প্রযুক্তি এবং কালোবাজারে বিক্রির জন্য তেল পাচারের পথগুলো বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। তিনি জানান, সিরিয়ায় রুশ বাহিনীর উপস্থিতি দেশ দু’টির মধ্যে গোয়েন্দা এবং সামরিক সহযোগিতাকে জোরদার করেছে।

এদিকে, রুশ বিমান হামলায় দায়েশ এবং আন নুসরা ফ্রন্টের অন্তত ২৮ হাজার সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২০০০ সন্ত্রাসী রাশিয়া থেকে গিয়েছিল। বিমান হামলায় দায়েশের দুই শতাধিক তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং তুরস্ক সীমান্ত জুড়ে তেলপাচারে ব্যবহৃত দুই হাজার গাড়িও ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজ/১

 

ট্যাগ