ফতেহ আশ-শামে যোগ দিল আরেক জঙ্গি গোষ্ঠী জুন্দুল আকসা
(last modified Mon, 10 Oct 2016 01:42:46 GMT )
অক্টোবর ১০, ২০১৬ ০৭:৪২ Asia/Dhaka
  • জাবহাত ফতেহ আশ-শামের একদল জঙ্গি (ফাইল ছবি)
    জাবহাত ফতেহ আশ-শামের একদল জঙ্গি (ফাইল ছবি)

সিরিয়ায় তৎপর কুখ্যাত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আরেকটি বড় জঙ্গি গোষ্ঠী। ফতেহ আশ-শামের নেতা আবু মোহাম্মাদ আল-গোলানি রোববার দাবি করেছেন, “নিজেদের মধ্যে সংঘাত এড়াতে জুন্দুল আকসা আমাদের সঙ্গে একীভুত হয়েছে।”

গত কয়েকদিনে সিরিয়ার উত্তরাঞ্চলে ফতেহ আশ-শাম ও জুন্দুল আকসার মধ্যে ভয়াবহ সংঘর্ষে শত শত জঙ্গি হতাহত হয়েছে। আশ-শামের নেতাদের ওপর জুন্দুল আকসা হামলা চালাচ্ছে বলে অভিযোগ ওঠার পর দু’পক্ষের মধ্যে ওই সংঘর্ষ বেধে গিয়েছিল।

দু’টি সন্ত্রাসী গোষ্ঠীই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো জুন্দুল আকসাকে কথিত ‘মধ্যপন্থি গেরিলা’ গোষ্ঠী বলে দাবি করে।

গোলানি এবং জুন্দুল আকসার কমান্ডার আবু দিয়াব আস-সারমিনি রোববার হাতে লেখা একটি ঘোষণাপত্রে সই করেন। এতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে দু’টি গোষ্ঠী এক হয়ে গেছে।

অবশ্য লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে এখনো ফতেহ আশ-শাম ও জুন্দুল আকসার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

আইএসআইএল বা দায়েশের পর সিরিয়ায় তৎপর দ্বিতীয় বৃহত্তম তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর নাম জাবহাত ফতেহ আশ-শাম। এটি কিছুদিন আগ পর্যন্ত আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ফতেহ আশ-শাম এবং জুন্দুল আকসা- এই দু’টি গোষ্ঠীকেই পৃষ্ঠপোষকতা দেয় বাশার আসাদ বিরোধী সৌদি আরব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০

ট্যাগ