১০ বছরের ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা
(last modified Thu, 13 Oct 2016 00:08:07 GMT )
অক্টোবর ১৩, ২০১৬ ০৬:০৮ Asia/Dhaka
  • নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের সঙ্গে দখলদার ইসরাইলি সেনাদের এ ধরনের আচরণ নিত্যদিনের ঘটনা (ফাইল ছবি)
    নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের সঙ্গে দখলদার ইসরাইলি সেনাদের এ ধরনের আচরণ নিত্যদিনের ঘটনা (ফাইল ছবি)

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, উপত্যকার খান ইউনুস শহরে নিজ বাসভবনের কাছে ১০ বছর বয়সি শিশু আব্দুল্লাহ আল-নাসিফকে গুলি করে হত্যা করে দখলদার সেনারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার একটি সামরিক ঘাঁটি থেকে শিশুটিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনারা।

এর আগের দিন মঙ্গলবার জর্দান নদীর পশ্চিম তীরের পূর্ব আল-কুদস (পূর্ব জেরুজালেম) শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী সেনারা। ওই হামলায় আরো বেশ কয়েকজন আহত হন।

২০১৫ সালের আগস্ট মাসে পূর্ব আল-কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেল আবিব। তখন থেকে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের উত্তেজনা তুঙ্গে রয়েছে। নিজেদের অধিকার আদায়ের জন্য তখন ফিলিস্তিনি মুসলমানরা যে আন্দোলন শুরু করেন তাকে ‘তৃতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা’ বলে অভিহিত করা হচ্ছে। ২০১৫ সালের অক্টোবরে শুরু হওয়া এ ইন্তিফাদায় এখন পর্যন্ত প্রায় ২৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩

ট্যাগ