ইরান-ওমান যৌথ বিশাল গ্যাস প্রকল্প নিয়ে একযোগে এগিয়ে চলছে
(last modified Mon, 22 Feb 2016 11:03:55 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০১৬ ১৭:০৩ Asia/Dhaka
  • ইরান-ওমান যৌথ বিশাল গ্যাস প্রকল্প নিয়ে একযোগে এগিয়ে চলছে

২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ওমান বলেছে, ইরানের গ্যাস সাগরতলের পাইপলাইন দিয়ে দেশটিতে নেয়ার বিষয়ে একটি সমীক্ষা চলছে। আগামী ছয় মাসের মধ্যে এই গ্যাস লাইন সংক্রান্ত সমীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী বিজান জাংগানেহ্‌’র সঙ্গে তেহরানে এ নিয়ে আলোচনা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি । একে দুই দেশের যৌথ প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন আলাভি।

২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মাসকাট সফরের সময়ে ৬০০ কোটি ডলারের এ প্রকল্প সংক্রান্ত চুক্তি হয়েছিল। এ প্রকল্পের আওতায় দৈনিক দুই কোটি বর্গ মিটার গ্যাস ওমানে সরবরাহ করা হবে এবং ২৫ বছরের জন্য এ চুক্তি বলবত থাকবে।

পাইপলাইনে করে ইরানি গ্যাস ওমানে রফতানির বিষয়ে বিশেষজ্ঞ এবং বাণিজ্যিক সমীক্ষা চলছে। এ সমীক্ষা আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে আলাভি জানিয়েছেন।

আলাভি বলেছেন, দুই দেশের মধ্যে বিরাজমান সুসম্পর্কের ভিত্তিতে ইরানের গ্যাস নিতে আগ্রহী ওমান। পরিকল্পনা সম্পর্কে সব বিষয়ের প্রতিও সমর্থন ওমান দিবে বলেও জানান তিনি।

এ দিকে ইরানি গ্যাস প্রক্রিয়াকরণের জন্য ২০০৭ এলএনজি প্ল্যান্ট নির্মাণের একটি চুক্তি করেছে দুই দেশ। ওই চুক্তির ভিত্তিতে ওমানের মাধ্যমে ইরানের গ্যাস বিশ্ব বাজারের ছাড়া হবে।#

রেডিও তেহরান/সমর/২৩

ট্যাগ