সন্ত্রাসীদের কবল থেকে কিছু এলাকা মুক্ত করল সিরিয় বাহিনী
সিরিয়ার আলেপ্পো নগরীর যেসব এলাকা সম্প্রতি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা দখল করেছিল তার পুরোটাই উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। লন্ডনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) এ কথা জানিয়েছে।
সরকারি বাহিনী যেসব গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করেছে তার মধ্যে রয়েছে আলেপ্পোর পশ্চিম উপকণ্ঠে অবস্থিত দাহিয়ান আল-আসাদ। এছাড়া, আলেপ্পোর কাছের মিনিয়ান গ্রামও মুক্ত করা হয়েছে।
সিরিয় সেনারা সম্প্রতি যেসব এলাকা মুক্ত করেছে তা দখলের জন্য জাবহাত ফাতেহ আশ-শাম বা সাবেক আন নুসরা ফ্রন্টসহ সন্ত্রাসীরা গত মাসের ২৮ তারিখে হামলা শুরু করে। সে থেকে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত সাড়ে চারশ’র বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০০ বেসামরিক নাগরিক, ২১৫ সন্ত্রাসী এবং ১৪৩ জন সরকারি সেনা রয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২