মধ্যপ্রাচ্যে হানাহানি ও রক্তপাতের জন্য দায়ী আমেরিকা: আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 18 Nov 2016 13:19:21 GMT )
নভেম্বর ১৮, ২০১৬ ১৯:১৯ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে  হানাহানি ও রক্তপাতের জন্য দায়ী আমেরিকা: আয়াতুল্লাহ কাশানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মহানবী (সা.)'র দৌহিত্র ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ইরাকে শিয়া-সুন্নিসহ নানা মাজহাবের লাখ লাখ মুসলমানের উপস্থিতি মুসলিম ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইরাকের কারবালা অভিমুখে লাখ লাখ মুসলমানের ঢল থেকে এটা স্পষ্ট হয়েছে যে, গোটা বিশ্বের মুসলমানেরা ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের বার্ষিকীর অনুষ্ঠানে মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে সাম্রাজ্যবাদীরা ভয়ের মধ্যে আছে এবং তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।

আয়াতুল্লাহ কাশানি বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সিরিয়া, ইরাক ও আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন, এসব দেশে নিরপরাধ মানুষের রক্তপাতের জন্য দায়ী হচ্ছে আমেরিকা এবং এর সহযোগী দেশগুলো। 

ইমাম হোসেন (আ.) শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরাকের কারবালায় লাখ লাখ মানুষ সমবেত হচ্ছেন। আগামী ২০ সফর হচ্ছে ইমামের শাহাদাতের চেহলাম বার্ষিকী।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮

ট্যাগ