ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা হলো ইয়েমেনে
https://parstoday.ir/bn/news/west_asia-i31743-ট্রাম্প_প্রেসিডেন্টের_দায়িত্ব_নেয়ার_পর_প্রথম_ড্রোন_হামলা_হলো_ইয়েমেনে
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা ইয়েমেনে চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর এ কথা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ১০:৪৮ Asia/Dhaka
  • ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা হলো ইয়েমেনে

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা ইয়েমেনে চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর এ কথা জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতরের সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের শপথ নেয়ার আগে এবং পরে ইয়েমেনে তিন দফা ড্রোন হামলা  হয়েছে।  ইয়েমেনের আল-কায়েদা ইন দ্যা  অ্যারাবিয়ান পেনিনসুলা বা একিউএপি গোষ্ঠীর বিরুদ্ধে এ সব হামলা চালানো হয়।

ট্রাম্প শপথ নেয়ার আগে চলতি মাসের ২০ তারিখে আল-বাইদা প্রদেশে চালানো এক হামলায় একিউএপি সন্দেহভাজন এক সদস্য নিহত হয়েছে। অপর এক হামলায় একই প্রদেশে একই গোষ্ঠীর সন্দেহভাজন  তিন সদস্য নিহত হয়েছে বলে জানানো হলেও হামলার তারিখ প্রকাশ করা হয় নি।

অবশ্য, ট্রাম্প শপথ নেয়ার পর প্রথম হামলা হয় ২২ তারিখে। এ  হামলাও একই প্রদেশে চালানো হয় এবং এতে একিউএপি’র সন্দেহভাজন এক সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২৫