আলেপ্পো প্রদেশে সন্ত্রাসীদের কাছ থেকে আরো ১৮ টি গ্রাম পুনরুদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i34114-আলেপ্পো_প্রদেশে_সন্ত্রাসীদের_কাছ_থেকে_আরো_১৮_টি_গ্রাম_পুনরুদ্ধার
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে দেশটির সেনাবাহিনী আরো এক ডজনের বেশী গ্রাম সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ২০:১২ Asia/Dhaka
  • আলেপ্পো প্রদেশে সন্ত্রাসীদের কাছ থেকে আরো ১৮ টি গ্রাম পুনরুদ্ধার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে দেশটির সেনাবাহিনী আরো এক ডজনের বেশী গ্রাম সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

গতকাল (সোমবার) সিরিয়ার সেনা এবং মিত্রবাহিনী জারকেস আল ইসলামিয়া, আবাজাহ, মাজরাহ আবাজাহ এবং আবু তিনাহসহ আরো ১৮টি গ্রামে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। সিরিয় বাহিনী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি এবং ভারী কামানে সজ্জিত আরো নয়টি যান ধ্বংস করেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।

এছাড়া, সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরিয়ার সেনাবাহিনী এবং জনপ্রিয় প্রতিরক্ষা যোদ্ধারা পূর্ব উপকণ্ঠে অবস্থিত আল-কারিয়াতান এবং প্রাচীন পালমিরা শহরের পাশাপাশি আল-কাতিবাহ আল-মাহজুরা ও আল বারেদা এলাকায় দায়েশের অবস্থানে অভিযান চালিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী  হামা প্রদেশের ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত আল-লতামিনা গ্রামের উত্তর অংশে জাবহাত ফাতেহ আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে  হামলা চালিয়েছে। এতে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের দখলে থাকা তিনটি সামরিক যান ধ্বংস হয়।

অন্যদিকে, সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের মিত্ররা রাজধানী দামেস্কের ৪৫০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দেইর আয জোরের পূর্ব অংশের মাকাবির এলাকায় তাকফিরি দায়েশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে বহু সন্ত্রাসী নিহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/৭