যেভাবে বিশ্বকে অস্থিতিশীল করছে সৌদি আরব
(last modified Thu, 01 Jun 2017 11:53:09 GMT )
জুন ০১, ২০১৭ ১৭:৫৩ Asia/Dhaka

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক আল হুথি অভিযোগ করেছেন, সৌদি আরব সারা বিশ্বে বিকৃত উগ্র ওয়াহাবি সালাফি মতবাদ ছড়িয়ে দিচ্ছে।

সৌদি ওয়াহাবি মতবাদ থেকেই বিশ্বের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিগোষ্ঠীর উদ্ভব ঘটছে। যার পরিণতিতে পাকিস্তান, আফগানিস্তানসহ সমগ্র মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের অনেক দেশেও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আনসারুল্লাহ মহাসচিব মাহে রমজান উপলক্ষে দেয়া এক বক্তৃতায় বলেছেন, আমেরিকা ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর হিসাবে রিয়াদে আসাই এর প্রমাণ।

আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে সৌদি কর্মকর্তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন অথচ এ দেশটি নিজেই সারা বিশ্বে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসীদের সবচেয়ে বড় স্রষ্টা ও পৃষ্ঠপোষক। নিজ দেশের জনগণের বিরুদ্ধে এবং বিদেশে সৌদি সরকারের তৎপরতা থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ধর্মের নামে চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলার পেছনে তাদের হাত রয়েছে। ওয়াহাবি মতবাদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এসব সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ দিচ্ছে সৌদি আরব।

সৌদি আরবের এ নীতির প্রতি আমেরিকারও সমর্থন রয়েছে। কেননা এসব সন্ত্রাসীদের ব্যবহার করে আমেরিকা তার সাম্রাজ্যবাদী লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এ কারণে আমেরিকা সবসময় বিভিন্ন সন্ত্রাসী হামলার পেছনে সৌদি আরবের হাত থাকার বিষয়টিকে আড়াল করার চেষ্টা চালায়।

বেশিরভাগ সন্ত্রাসী চক্রের আদর্শিক ভিত্তি হচ্ছে ওয়াহাবি ও সালাফি মতবাদ যা কিনা প্রকৃত ধর্ম থেকে বের হয়ে আসা বিভ্রান্ত একটি মতবাদ এবং এটাকেই ধর্মের নামে মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে এই বিভ্রান্ত মতবাদের অনুসারীরাই মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সন্ত্রাসী তৎপরতা ও ফেতনা ছড়াচ্ছে। এরাই নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছে।

উগ্র ওয়াহাবি ও সালাফি গোষ্ঠীগুলো বিভিন্ন মুসলিম দেশে গৃহযুদ্ধ বাধানোর পাশাপাশি মুসলমানদের সব মাজহাবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা মুসলমানদের সব মাজহাবকে বাতিল ও সেসবের অনুসারীদেরকে কাফের বলে মনে করে। এ কারণে সৌদি আরবে ওয়াহাবি মতবাদের আবির্ভাবে পর থেকে সারা মুসলিম বিশ্বে অরাজকতা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তিগুলো প্রকৃত ইসলাম ধর্মের বদনাম করার জন্য ওয়াহাবিদেরকে পৃষ্ঠপোষকতা করছে এবং সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে মাঠে নামিয়েছে। সাম্রাজ্যবাদীরা বিশ্বের মানুষের কাছে প্রকৃত ইসলামের পরিবর্তে হিংস্র ওয়াহাবি সন্ত্রাসীদেরকে ইসলামের প্রতিনিধি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। সারা বিশ্বে যে সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে  তা সৌদি আরব সমর্থিত ওয়াহাবি মতবাদ বিস্তারেরই ফসল যার পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। দায়েশের মতো এসব সন্ত্রাসীরা কেবল একটি দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই তারা ইউরোপ, এশিয়া  ও আফ্রিকা মহাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।  এমনকি খোদ মার্কিন মুল্লুকেও মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মার্কিন কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন।

যাই হোক সৌদি আরব যে সারা বিশ্বে ওয়াহাবি সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে তা এখন আর কারো কাছে গোপন নেই এবং আফগানিস্তান থেকে আমেরিকা পর্যন্ত যে সব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে তার পেছনে সৌদি আরবেরই মূল ভূমিকা রয়েছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে যেসব শত শত সন্ত্রাসী ধরা পড়েছে তাদের বক্তব্যেই সৌদি আরবের নাম উঠে এসেছে।#

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১     

 

ট্যাগ