গাজায় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে হামাস-ফাতাহ একমত
(last modified Sun, 17 Sep 2017 12:54:11 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১৮:৫৪ Asia/Dhaka
  • হামাস যোদ্ধাদের ফাইল ফটো
    হামাস যোদ্ধাদের ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাসহ সারা দেশে নির্বাচন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফাতাহ'র মধ্যে ঐকমত্য হয়েছে। ফাতাহর নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক বিভেদ সৃষ্টির ১০ বছর পর এই উদ্যোগ নেয়া হলো। আজ (রোববার) এক বিবৃতিতে হামাস বলেছে, তারা দেশে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে আগ্রহী।

২০০৬ সালে ফিলিস্তিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে হামাস সরকার গঠন করার কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। তখন থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। পক্ষান্তরে স্বায়ত্ত্বশাসিত পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে ফাতাহ'র হাতে।

হামাস তার বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক কমিটি ভেঙে দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে নিতে রাজি হয়েছে এবং ফিলিস্তিনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মিশরের রাজধানী কায়রোয় হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাঠানো প্রতিনিধিদলের মধ্যে বৈঠকের পর এ বিবৃতি দেয়া হলো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭   

 

ট্যাগ