সামরিক শাখা নিয়ে আলোচনা হবে না: হামাস
(last modified Sun, 08 Oct 2017 12:15:58 GMT )
অক্টোবর ০৮, ২০১৭ ১৮:১৫ Asia/Dhaka
  • হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের যোদ্ধারা
    হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের যোদ্ধারা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের ভাগ্য নিয়ে ফাতাহ আন্দোলনের সঙ্গে আসন্ন সংহতি বৈঠকে কোনো আলোচনা করা হবে না।

হামাস মুখপাত্র হাজেম কাসেম গতকাল (শনিবার) বলেছেন, "প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা এবং অস্ত্র বৈধ। এসব যোদ্ধা ফিলিস্তিনিদেরকে রক্ষার দায়িত্ব পালন করছেন এবং তারা দখলদার ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ভূমি উদ্ধারের চেষ্টা করছেন। সে কারণে এটা আলোচনার কোনো বিষয় হবে না।" তিনি বলেন, হামাসের শক্তি কীভাবে বেড়েছে এবং সংহতি প্রক্রিয়ায় যেসব বাধা রয়েছে সেসব ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি মন্ত্রিপরিষদের বৈঠক

আগামী সপ্তাহে মিশরের রাজধানী কায়রোয় হামাস ও ফাতাহ আন্দোলনের নেতারা বৈঠক বসতে যাচ্ছেন। প্রায় এক দশকের মতভেদের অবসান ঘটানোর জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে। ২০০৬ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বিপুল বিজয় লাভ করার পর সরকার গঠন করে। কিন্তু কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। এরপর থেকে দুই সংগঠনের মধ্যে লাগাতার বৈরিতা শুরু হয় এবং গাজা উপত্যকায় হামাস ও পশ্চিম তীরে ফাতাহ আন্দোলন শাসন পরিচালনা করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮    

 

ট্যাগ