'ইরানি জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি'
(last modified Sat, 25 Nov 2017 21:23:01 GMT )
নভেম্বর ২৬, ২০১৭ ০৩:২৩ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

মিশরের সিনাই উপদ্বীপের রাওদা মসজিদে শুক্রবার জুমা নামাজের সময় ভয়াবহ ও ঘৃণ্য বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেছেন, “শুক্রবারের এই ঘৃণ্য হামলার নিন্দার পাশাপাশি আমি ইরানি জাতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মিশরের জনগণ ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানচ্ছি।” প্রেসিডেন্ট রুহানি তার টুইটার পেইজে শনিবার এ কথা বলেছেন।

মিশর হামলায় হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে (শুক্রবারের ছবি)

রাওদা মসজিদে শুক্রবারের ওই হামলায় অন্তত ৩০৫ জন নিহত হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ২৭টি। জুমা নামাজের সময় সন্ত্রাসীরা গুলি করে ও বোমা হামলা চালিয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়।

মিশরের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় অংশ নেয়া লোকজন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতাকা বহন করছিল। বিবৃতিতে বলা হয়েছে- হামলায় ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী অংশ নিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬       

 

ট্যাগ