হামাসকে নিরস্ত্রীকরণের এজেন্ডা নেই: ফাতাহ
(last modified Tue, 28 Nov 2017 16:57:55 GMT )
নভেম্বর ২৮, ২০১৭ ২২:৫৭ Asia/Dhaka
  • হামাস যোদ্ধাদের ফাইল ফটো
    হামাস যোদ্ধাদের ফাইল ফটো

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন বলেছে, প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে তারা কোনো আলোচনা করছে না। চলমান সংলাপ প্রক্রিয়ায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডকে নিরস্ত্রীকরণের ইস্যু শর্ত বানানোর কথাও অস্বীকার করেছে ফাতাহ।

ফাতাহর মুখপাত্র ওসামা আল-কাওয়াসমি আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে বলেন, হামাসের অস্ত্রের বিষয়টি হচ্ছে 'রেড লাইন'। তিনি বলেন, হামাসই গণমাধ্যমের কাছে নিরস্ত্রীকরণের বিষয়টি তুলেছে। তবে ফাতাহ চেয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে। তিনি বলেন, "নিরাপত্তা বাহিনী ছাড়া ফিলিস্তিনি সরকার গাজায় তার নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।"

এর আগে, গতকাল (সোমবার) হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাসের অস্ত্র কোনো আলোচনার বিষয়বস্তু হবে না বরং গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ও মিশর সরকার দীর্ঘদিন ধরে অবরোধ দিয়ে রেখেছে তা আলোচনায় প্রাধান্য পাবে। এ বিষয়ে হামাস ফিলিস্তিন সরকারকে চাপ দেবে।

খলিল আল-হাইয়া ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতীয় সংহতি বিষয়ক আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮

ট্যাগ