গাজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধা সৃষ্টি করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ: হামাস
(last modified Sun, 03 Dec 2017 11:05:23 GMT )
ডিসেম্বর ০৩, ২০১৭ ১৭:০৫ Asia/Dhaka
  • গাজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধা সৃষ্টি করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ: হামাস

ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে সই হওয়া সংহতি চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। গতকাল (শনিবার) হামাস  ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর কাছে এ অভিযোগ করেছে।

২০০৬ সালের পার্লামেন্ট নির্বাচনে হামাস ১৩২টি আসনের মধ্যে ৭০টি আসনে বিজয়ী হয়ে ফিলিস্তিনের সরকার গঠন করেছিল হামাস। কিন্তু ফাতাহ হামাসের সরকারে যোগদান থেকে বিরত থাকে। ইসরাইলও হামাস সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এমনকি হামাস-ফাতাহ জাতীয় ঐক্যের সরকার হলে সেই সরকারের সাথে শান্তি আলোচনায় যাবে না বলে জানিয়ে দেয় ইসরাইল। ২০০৭ সালে রক্তয়ী সংঘর্ষের মাধ্যমে ফাতাহ সরকারের নিরাপত্তা বাহিনীকে পরাজিত করে গাজার দখল নেয় হামাস। এই গৃহযুদ্ধের পর থেকে গাজা শাসন করেছে হামাস। অন্য দিকে, অধিকৃত পশ্চিম তীরের প্রশাসন চালাচ্ছে ফাতাহ।

Image Caption

মিশরের রাজধানী কায়রোয় তিনদিনের আলোচনা শেষে গত ১২ অক্টোবর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে সংহতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় গাজার নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছে। তবে গত ১ ডিসেম্বর গাজার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় তারা এবং এখনো গাজার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

হামাসের বিবৃতে আরো বলা হয়েছে, "আমরা রামি হামদাল্লাহর সরকারকে গাজার পূর্ণ দায়িত্ব নেয়ার এবং গাজার জনগণের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নিতে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।" হামাসের অভিযোগকে 'দায়িত্বহীনতা' হিসেবে আখ্যায়িত করে ফিলিস্তিনি কর্তপক্ষ এক বিবৃতিতে তা প্রত্যাখান করেছে। তবে আগামী ১০ ডিসেম্বর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার  নিয়ন্ত্রণ নেয়ার কথা রয়েছে বলে দুই পক্ষেরই কিছু ঘনিষ্ঠ সূত্র  জানিয়েছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/৩ 

 

 

ট্যাগ