আমেরিকা ভেটো দিলে ভিন্ন ব্যবস্থা নেবে ফিলিস্তিন
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দিলে ভিন্ন পথ অনুসরণের কথা চিন্তা করবেন ফিলিস্তিনের নেতারা। একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
তিনি বলেছেন, আমেরিকা যদি বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নিয়ে তোলা প্রস্তাবে ভেটো দেয় তবে ফিলিস্তিনি নেতৃত্ব জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানাবেন। সৌদি আরবের ইংরেজি পত্রিকা আরব নিউজকে একথা জানিয়েছেন রিয়াদ মানসুর।
তিনি জানান, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে সর্বসম্মত সমর্থন পাওয়ার জন্য প্রস্তাবের খসড়া তৈরিতে ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি নেতারা আশা করছেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১৪ সদস্যের সমর্থন পাওয়া যাবে। তিনি বলেন, প্রস্তাব তৈরির সময় ইউরোপীয় কূটনীতিকরা 'নিন্দা' শব্দটি বাদ দিতে এবং আমেরিকারে নাম উল্লেখ না করতে পরামর্শ দিয়েছেন।
রিয়াদ মানসুর জানান, পশ্চিমা কূটনীতিকদের সে পরামর্শ গ্রহণ করা হয়েছে তবে বায়তুল মুকাদ্দাসের মর্যাদা পরিবর্তনের বিষয়ে মার্কিন সিদ্ধান্তকে নাকচ করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮