শান্তি অথবা যুদ্ধ যেকোনো একটিকে বেছে নিক আমেরিকা: মাহমুদ আব্বাস
(last modified Wed, 17 Jan 2018 14:25:55 GMT )
জানুয়ারি ১৭, ২০১৮ ২০:২৫ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস (মাঝে)
    মাহমুদ আব্বাস (মাঝে)

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, মুসলমানদের পবিত্র শহর বায়তুল মুকাদ্দাস শান্তি অথবা যুদ্ধের প্রবেশপথ হতে পারে। কোনটিকে বেছে নেয়া হবে তা এখন আমেরিকার ওপর নির্ভর করছে। আজ (বুধবার) মিশরের রাজধানী কায়রোতে বায়ুতুল মুকাদ্দাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

মাহমুদ আব্বাস বলেন, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে অন্যায় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনায় আমেরিকা মধ্যস্থতা করার যোগ্যতা হারিয়েছে বলেও তিনি ঘোষণা করেন।

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ও ইশতেহারগুলো উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে এবং অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের আন্দোলন অব্যাহত থাকবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭  

 

ট্যাগ