সিরিয়ার ভূখণ্ডের প্রতি কোনো লোভ নেই: তুর্কি উপ-প্রধানমন্ত্রী
(last modified Tue, 30 Jan 2018 16:59:28 GMT )
জানুয়ারি ৩০, ২০১৮ ২২:৫৯ Asia/Dhaka
  • বাকির বুজদাগ
    বাকির বুজদাগ

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের কোনো লোভ নেই। আংকারা সিরিয়াকে অখণ্ড দেখতে চায়।

তুরস্ক তার সীমান্তের পাশে স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না বলে তিনি ঘোষণা করেছেন। বাকির বুজদাগ বলেছেন, কুর্দি সন্ত্রাসীরা তুরস্ককে ভাগ করতে চায়। কোনো দেশই নিজ সীমানার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী গঠনের অনুমতি দিতে পারে না। 

সিরিয়া যখন সেদেশের আফরিন এলাকায় হামলার জন্য তুরস্কের সমালোচনা করছে ঠিক তখনি তিনি এসব কথা বললেন।  

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা দাবি করেছে। তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭

ট্যাগ