মিশরে দীর্ঘদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
(last modified Sun, 04 Feb 2018 09:44:47 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ১৫:৪৪ Asia/Dhaka
  • মিশরে হামলা চালাচ্ছে ইসরাইলি বিমান
    মিশরে হামলা চালাচ্ছে ইসরাইলি বিমান

ইহুদিবাদী ইসরাইল মিশরের সিনাই উপদ্বীপে গত কয়েক বছর ধরে ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার বিষয়ে ইসরাইলের প্রতি মিশর সরকারের সমর্থন রয়েছে বলে জানা গেছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস গতকাল (শনিবার) জানিয়েছে, ২০১৪ সাল থেকে ইসরাইল নাম-পরিচয়বিহীন বিমান, ড্রোন এবং অপ্রচলিত অস্ত্র দিয়ে সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে আসছে। এ কাজে আমেরিকা ও ব্রিটেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা জড়িত। এসব কর্মকর্তা মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নিয়ে কাজ করে থাকেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইসরাইল ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। পত্রিকাটি দাবি করছে, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরাইল হামলা চালাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- এসব গেরিলা কখনো মিশরের ভূমি ব্যবহার করে ইসরাইলে হামলা চালায় নি।

ইসরাইলি বিমান হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি গোপন রেখেছেন। মিশরের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুটি কয়েকজন কর্মকর্তা সিসির অনুমোদনের বিষয়টি জানেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

মিশর হচ্ছে একমাত্র আরব দেশ যে সবার আগে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪

 

ট্যাগ