আংকারায় মার্কিন দূতাবাস সড়কের নাম পরিবর্তন; নয়া নাম অপারেশন অলিভ ব্রাঞ্চ
https://parstoday.ir/bn/news/west_asia-i53297-আংকারায়_মার্কিন_দূতাবাস_সড়কের_নাম_পরিবর্তন_নয়া_নাম_অপারেশন_অলিভ_ব্রাঞ্চ
তুরস্কের রাজধানী আংকারায় মার্কিন দূতাবাসের সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা বিরোধী অভিযানে নিহত তুর্কি সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১১:২১ Asia/Dhaka
  • আংকারায় মার্কিন দূতাবাস সড়কের নাম পরিবর্তন; নয়া নাম অপারেশন অলিভ ব্রাঞ্চ

তুরস্কের রাজধানী আংকারায় মার্কিন দূতাবাসের সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলা বিরোধী অভিযানে নিহত তুর্কি সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল (সোমবার) আংকারার সিটি কর্পোরেশন জানিয়েছে, আংকারায় যে সড়কে মার্কিন দূতাবাস অবস্থিত সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যেইতুনদালি’। ইংরেজিতে এর অর্থ দাঁড়ায় ‘অলিভ ব্রাঞ্চ’। এটি হচ্ছে আফরিনে চলমান তুর্কি সামরিক অভিযানের নাম।

আংকারায় মার্কিন দূতাবাস

এর আগে এই সড়কটির নাম ছিল নেভযাত তানদুগান। এটি হচ্ছে আংকারার সাবেক একজন গভর্নরের নাম। আংকারার মেয়র মোস্তাফা টুনা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক তুরস্ক সফরের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

সিরিয়ার আফরিনে চলমান সামরিক অভিযানে তুরস্কের বেশ কয়েক জন সেনা নিহত ও বহু আহত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে এ অভিযান চলছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০