মিশর সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ; তারপর ব্রিটেন ও আমেরিকা
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান শিগগিরি মিশর সফরে যাবেন। মিশর হচ্ছে সৌদি আরবের আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র এবং ইখওয়ানুল মুসলিমিনের সরকারকে উৎখাত করে জেনারেল আবদেল ফাত্তা আস-সিসিকে ক্ষমতায় এনেছে।
সিসির কার্যলয় থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে- সৌদি যুবরাজ রোববার মিশর পৌঁছাবেন এবং তিনি সেখানে তিনদিন থাকবেন। এরপর তিনি ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা যাবেন।
মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি সরকারকে ২০১৩ সালে উৎখাত করে জেনারেল সিসিকে ক্ষমতায় আনে সৌদি আরব। সেই থেকে সৌদি আরব ও মিশরের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সাামরিক আগ্রাসন চালাচ্ছে মিশর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া, আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিশরের শাসককে নানা আর্থিক সুবিধা দিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩