ইরানের আয়োজনে তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন:
ধর্ম ও বিশ্বযুদ্ধের সংলাপ, শিশু সাহিত্যে আধ্যাত্মিকতা এবং নয়া ইসলামী সভ্যতা
-
ইরানের আয়োজনে তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন: ধর্ম ও বিশ্বযুদ্ধের সংলাপ, শিশু সাহিত্যে আধ্যাত্মিকতা এবং নয়া ইসলামী সভ্যতা
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এগুলোর বিষয়বস্তু হলো: "বিশ্বযুদ্ধ প্রতিরোধে আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা", "শিশু সাহিত্যে আধ্যাত্মিকতার প্রতিফলন" এবং "নয়া ইসলামী সভ্যতা"।
ইসলাম ও খ্রিস্টান ধর্মে নীতিশাস্ত্রের তুলনামূলক গবেষণার ওপর গতকাল (২৭ অক্টোবর) তেহরানে ১৭তম আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের থিম ছিল: "বিশ্বযুদ্ধ প্রতিরোধে আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা। ইরানের ইসলামি বিজ্ঞান ও সংস্কৃতি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অস্ট্রিয়ার ধর্মীয় সংলাপ, ধর্মীয় মনোবিজ্ঞান এবং ধর্ম ও রাজনীতির সম্পর্ক বিষয়ক গবেষক "ইয়োহান এরটেল", ধর্ম ও শান্তি বিষয়ক আন্তর্জাতিক ইনস্টিটিউটের প্রধান হোজ্জাতুল ইসলাম "তাহের আমিনী গোলেস্তানি" এবং অস্ট্রিয়ার ভিকো (ভিয়েনা-কোম) নলেজ সার্কেল এর প্রতিষ্ঠাতা বক্তব্য রাখেন।
'শিশু সাহিত্যে আধ্যাত্মিকতার প্রতিফলন' ইরানে আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলন। আসছে বুধবার (৩০ অক্টোবর) ইরানের ইসলামি চিন্তা ও সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
যারা আগ্রহী তারা skyroom.online/ch/iict/hekmat2 লিঙ্কে প্রবেশ করে অনলাইনে ওই সম্মেলনে যুক্ত হতে পারেন।
আধুনিক ইসলামী সভ্যতা বিষয়ক প্রথম আন্তর্জাতিক উৎসব আগামি ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইরানের তেহরান ও কোম শহরে অনুষ্ঠিত হবে।
সভ্যতা বিষয়ক সহযোগিতা বিস্তার এবং ইসলামী বিশ্বের বিশেষজ্ঞ এবং সভ্যতা বিষয়ে অভিজ্ঞদের একটি সক্রিয় নেটওয়ার্ক গঠন করাই এই উৎসবের লক্ষ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরান, তুরস্ক, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, তিউনিসিয়া ও সৌদি আরবের প্রতিনিধিবর্গ ওই উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে।
ইসলামী দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিন্ন সভ্যতা ও মূল্যবোধের উন্নয়নের লক্ষ্যে এইসব সম্মেলনের আয়োজন করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।