ইরাকের নিরাপত্তা রক্ষায় হাশ্‌দ আশ-শাবি সাহায্য করবে: এবাদি
(last modified Sat, 10 Mar 2018 14:13:57 GMT )
মার্চ ১০, ২০১৮ ২০:১৩ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, দেশের নিরাপত্তা ও  স্থিতিশীলতা রক্ষায় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি সহায়তা করবে। তিনি এ বক্তব্য দিয়ে মূলত গত বৃহস্পতিবার জারি করা ডিক্রির পক্ষে নিজের অবস্থান আরো পরিষ্কার করলেন।

বৃহস্পতিবার এক ডিক্রিতে হায়দার আল-এবাদি হাশ্‌দ আশ-শাবিকে ইরাকের সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করার আদেশ দেন। রাজধানী বাগদাদে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক এক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী এবাদি আজ (শনিবার)বলেন, হাশ্‌দ আশ-শাবিকে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে একীভূত করার ফলে নিরাপত্তা বাহিনীর পরিচয় সংরক্ষণ করবে।

হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা (ফাইল ফটো)

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, হাশ্‌দ আশ-শাবিকে সামরিক বাহিনীতে একীভূত করার ফলে এখন এটা নিশ্চিত হয়েছে যে, দেশে কেবল রাষ্ট্রীয় বাহিনী আগ্নেয়াস্ত্র রাখতে পারবে।  ইরাকের সামরিক বাহিনীর সদস্যরা যেসব সুবিধা পাবে বৃহস্পতিবারের ডিক্রির মাধ্যমে প্রায় তার সবই দেয়া হয়েছে হাশ্‌দ আশ-শাবি। স্বেচ্ছাসেবী এ বাহিনীকে ইরাকের প্রতিরক্ষা বাহিনীতে একীভূত করার বিরোধিতা করে আসছিল সৌদি আরব।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০

 

ট্যাগ