ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: হামাস
(last modified Mon, 02 Apr 2018 00:03:05 GMT )
এপ্রিল ০২, ২০১৮ ০৬:০৩ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজা সীমান্তে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি শহীদদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দ যখনই প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন তখনই কাসসাম ব্রিগেড ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

শুক্রবার গাজা সীমান্তের এই বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা

এদিকে শুক্রবার গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে নিহত ফিলিস্তিনিদের দাফন গতকাল (রোববার) সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার ভূমি দিবসে গাজা উপত্যকার বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তারা বিনা উসকানিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে যাতে শহীদ হন অন্তত ১৭ ফিলিস্তিনি। দখলদার সেনাদের ওই পাশবিক হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হন।

ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠন গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২

 

ট্যাগ