প্রেসিডেন্ট আসাদের অনুমতি নিয়ে সিরিয়ায় অভিযান চালাবে ইরাক
(last modified Sun, 15 Apr 2018 10:39:10 GMT )
এপ্রিল ১৫, ২০১৮ ১৬:৩৯ Asia/Dhaka
  • হায়দার আল এবাদি
    হায়দার আল এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেছেন, দায়েশ নির্মূলে সিরিয়ার পূর্বাঞ্চলে অভিযান চালানো হবে। সিরিয়ার বাশার আসাদ সরকারের সহযোগিতায় এ অভিযান চলবে। রাজধানী বাগদাদে মিডিয়ার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কোনো কোনো দেশে 'আইএস' ও 'আইএসআইএল' নামে পরিচিত।

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেছেন, "ইরাকের পূর্ব সীমান্তে দায়েশ আবারও ফিরে আসতে পারে। আর এমন ঘটনা ঘটলে তা হবে ইরাকের জন্য প্রকৃত হুমকি। আমাদের কাছে তথ্য আছে দায়েশের কিছু সদস্য সিরিয়ার পূর্বাঞ্চল দিয়ে ইরাকে হামলা চালাতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে ইরাকে আত্মঘাতী হামলা চালাবে।" 

হায়দার আল এবাদি বলেন, "দায়েশ সন্ত্রাসীরা ইরাকসহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য বড় বিপদ ও হুমকি। এ বিষয়ে সিরিয়ার সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা সিরিয়া সরকারের সহযোগিতায় অভযান চালাব।"

এর আগে ইরাকের গণবাহিনী 'হাশ্‌দ আশ-শাবি' ইরাকের সিরিয়া সীমান্তে বেশ কয়েক দফায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫  

ট্যাগ