সিরিয়ায় সেনা পাঠানোর সম্ভাবনা আবারও নাকচ করল মিশর
মিশর কোনো আন্তর্জাতিক বাহিনীর আওতায় সিরিয়ায় সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
আজ (শুক্রবার) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিশর তার সীমান্তের বাইরে কোথাও মিশরিয় সেনা পাঠাবে না যতক্ষণ না দেশটির সংবিধান ও রাজনৈতিক নীতির আলোকে তা স্পষ্ট করা হয়।
এর আগে মিশরের দৈনিক আল আহরামের এক খবরে বলা হয়েছিল সিরিয়ায় মার্কিন সেনাদের পরিবর্তে আরব দেশগুলোর সেনা মোতায়েনের মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন কয়েকটি আরব দেশের কর্মকর্তারা।
দৈনিকটি লিখেছিল, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল (বৃহস্পতিবার) এ প্রসঙ্গে জানিয়েছেন, সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেখানে মার্কিন সেনাদের জায়গায় আরব দেশগুলোর সেনা মোতায়েন করা হতে পারে এবং এ বিষয়ে কয়েকটি আরব দেশের কর্মকর্তারা মত বিনিময় করছেন।
কিন্তু আজ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সামেহ শুকরির ওই কথার অর্থ এ নয় যে মিশর আরব সেনা জোটের আওতায় সিরিয়ায় সেনা পাঠাবে।
মিশর এর আগেও সিরিয়ায় মিশরিয় বাহিনী পাঠানোর বিরোধিতা করে কয়েকবার বক্তব্য রেখেছে।
সম্প্রতি সৌদি ও মার্কিন সরকার সিরিয়ায় মার্কিন সেনাদের জায়গায় মিশরসহ আরব দেশগুলোর সেনা মোতায়েনের এক প্রস্তাব উত্থাপন করে। মার্কিন সরকার সিরিয়া থেকে সেনা সরিয়ে নেবে বলে ঘোষণা করায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সৌদি সরকার।
সৌদি সরকার সিরিয়ায় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সর্বাত্মক সহায়তা দিয়ে এসেছে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সরকারি সেনা অভিযানের মুখে এইসব সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়াতে তাদের দখলে-থাকা প্রায় সব অঞ্চল হাতছাড়া করেছে। #
পার্সটুডে/এমএএইচ/৪