‘গির্জা নির্মাণের চুক্তি করেছে সৌদি আরব’
(last modified Sat, 05 May 2018 07:33:43 GMT )
মে ০৫, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • বিশপ জ্যঁ-লুই তুরাঁ
    বিশপ জ্যঁ-লুই তুরাঁ

খ্রিস্টান নাগরিকদের জন্য কয়েকটি গির্জা বানিয়ে দিতে ভ্যাটিক্যানের সঙ্গে একটি চুক্তি সই করেছে সৌদি সরকার। মিশরের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

মিশরের অনলাইন সংবাদপত্র ‘ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট’ বুধবার বলেছে, গত মাসে ফরাসি কার্ডিনাল ও ভ্যাটিক্যানের আন্ত-ধর্মীয় কাউন্সিলের শীর্ষ পর্যায়ের বিশপ জ্যঁ-লুই তুরাঁ সৌদি সফরে গেলে এ চুক্তি সই হয়। তবে আল-জাজিরা বলছে, স্বতন্ত্রভাবে চুক্তির খবর নিশ্চিত হওয়া যায় নি।

ভ্যাটিক্যান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকার বিশপ জ্যঁ-লুই তুরাঁ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে একটি ঘোষণাপত্র সই হয়েছে যার ফলে আরো আলোচনার পথ খুলে গেছে তবে সৌদি আরবে গির্জা তৈরির কথা উল্লেখ করেন নি তিনি।

সৌদি সফরের সময় বিশপ জ্যঁ-লুই তুরাঁ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ভ্যাটিক্যান রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সফরের সময় সৌদি আরবে খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য গির্জার কথা তিনি বার বার উল্লেখ করেছেন যাতে খ্রিস্টান ও অমুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিগণিত না হয়। সৌদি আরবে বর্তমানে ইসলাম ছাড়া অন্য ধর্মের চর্চা নিষিদ্ধ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫

 

ট্যাগ