দায়েশ সন্ত্রাসীদের দ্রুত ফাঁসি কার্যকর করতে এবাদির নির্দেশ
(last modified Fri, 29 Jun 2018 11:15:23 GMT )
জুন ২৯, ২০১৮ ১৭:১৫ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি উগ্র দায়েশ সন্ত্রাসীদের দ্রুত ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। দায়েশের হামলায় রাজধানী বাগদাদের কাছে আটজন নিহত হওয়ার পর এবাদি এ নির্দেশ দেন।

তিনি বলেন, “যেসব সন্ত্রাসীর ফাঁসির আদেশ চূড়ান্ত হয়েছে তাদেরকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।” যাদের ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল খারিজ হয়েছে এ বক্তব্যের মাঝ দিয়ে এবাদি মূলত তাদেরকে ইঙ্গিত করেছেন।

গতকালের হামলা সম্পর্কে প্রধানমন্ত্রী এবাদি বলেন, “আমাদের নিরাপত্তা ও সামরিক বাহিনী এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে, আমরা সন্ত্রাসীদেরকে হত্যা অথবা আটক করব।”

এদিকে, ইরাক সরকার আজ ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী এবাদির নির্দেশের পর ১২ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯

ট্যাগ