ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইরাক: প্রধানমন্ত্রী এবাদি
(last modified Mon, 13 Aug 2018 23:49:50 GMT )
আগস্ট ১৪, ২০১৮ ০৫:৪৯ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করবে না তার দেশ। তবে ইরাক শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার ব্যবহার থেকে বিরত থাকবে।

তিনি গতকাল (সোমবার) বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। হায়দার আল-এবাদি বলেন, “ইরান ইস্যুতে আমরা শুধুমাত্র লেনদেনে ডলার ব্যবহার থেকে বিরত থাকব। মার্কিন নিষেধাজ্ঞা মানব না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রথম দফা নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সরকার হুমকি দিয়েছে, ইরান বিরোধী নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী পক্ষ বা দেশগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

ইরাকের প্রধানমন্ত্রী ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে গত সপ্তাহে বলেছিলেন, তার দেশ এ নিষেধাজ্ঞাকে অন্যায় ও কৌশলগত ভুল বলে মনে করে। এ ছাড়া, নিষেধাজ্ঞার ফলে একটি দেশের জনগণ কষ্ট পায় সরকারের কোনো ক্ষতি হয় না। হায়দার আল-এবাদি আরো বলেছিলেন, তিনি ইরান বিরোধী নিষেধাজ্ঞাকে অন্যায় মনে করা সত্ত্বেও ইরাকের জাতীয় স্বার্থে তা মেনে চলবেন। কিন্তু সোমবার কার্যত সে বক্তব্য থেকে সরে আসলেন প্রধানমন্ত্রী এবাদি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ