হামাসকে মোকাবেলার ক্ষমতা তেল আবিবের নেই: ইসরাইলের শিক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i64692-হামাসকে_মোকাবেলার_ক্ষমতা_তেল_আবিবের_নেই_ইসরাইলের_শিক্ষামন্ত্রী
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে মোকাবেলা করার ক্ষমতা তেল আবিবের নেই বলে স্বীকার করেছেন ইসরাইলি শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত। তিনি গতকাল (রোববার) আরও বলেছেন, গাজা সীমান্তে যেসব ঘটনা ঘটছে তার জন্য যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান দায়ী। তার যুদ্ধকামী নীতির কারণেই ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ১০:৩৯ Asia/Dhaka
  • নাফতালি বেনেত
    নাফতালি বেনেত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে মোকাবেলা করার ক্ষমতা তেল আবিবের নেই বলে স্বীকার করেছেন ইসরাইলি শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত। তিনি গতকাল (রোববার) আরও বলেছেন, গাজা সীমান্তে যেসব ঘটনা ঘটছে তার জন্য যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান দায়ী। তার যুদ্ধকামী নীতির কারণেই ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি জানান।

ইসরাইলি শিক্ষামন্ত্রী আরও বলেছেন, যুদ্ধমন্ত্রী লিবারম্যান কার্যত গাজা সীমান্তের কাছে অবস্থিত উপশহর এবং এর অধিবাসীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্বই দিচ্ছেন না।

নিজ ভিটেমাটিতে ফেরার দাবিতে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের আন্দোলন ক্রমেই জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বললেন।

এদিকে, গতকাল ৪৪০ জন উগ্র ইহুদিবাদী 'বাবুল মাগরিবা' দিয়ে মসজিদুল আকসায় প্রবেশ করেছে। ইসরাইলি পুলিশের সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করে। এর আগে মসজিদের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও কর্মকর্তাকে আটক করে ইসরাইলি পুলিশ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১