১২০ দেশের সন্ত্রাসীকে সিরিয়ায় পাঠিয়েছিল ইসরাইলি চক্র: সিরিয়ার মুফতি
-
শেইখ আহমাদ বদরউদ্দিন হাসুন
সিরিয়ার মুফতি শেইখ আহমাদ বদরউদ্দিন হাসুন বলেছেন, বিশ্বের ১২০টি দেশের সন্ত্রাসীরা সিরিয়ায় একত্রিত হয়ে যুদ্ধ করেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। 'আজাদ গোলানে' এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আলা-মায়াদিন টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
সিরিয়ার মুফতি আরও বলেছেন, ১২০টি দেশের সন্ত্রাসীর মোকাবেলায় সিরিয়ার জনগণ ও সরকার বিজয়ী হয়েছে। বদরউদ্দিন হাসুন বলেন, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আসাদ কোনো সমঝোতায় সই করেন নি। তার নীতিকে এমন একজন নেতা ধারণ করে চলেছেন যিনি মনে করেন, কেউ যদি এক বিঘাত পরিমাণ আরব ভূখণ্ড হস্তান্তরের জন্যও শত্রুর সঙ্গে চুক্তি করে তাহলে তার হাত ভেঙে দেওয়া উচিত।
ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন চক্রের প্রতি ইঙ্গিত করে মুফসি হাসুন বলেন, শত্রুরা সিরিয়ায় ১২০টি দেশ থেকে সন্ত্রাসীদের পাঠিয়ে প্রেসিডেন্ট বাশার আসাদকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিরিয়ারই বিজয় হয়েছে।
সিরিয়ার মুফতি বলেন, "এটা আমাদের ভূখণ্ড। আমরা ইহুদিবাদী ইসরাইলকে বলতে চাই তোমরা সিরিয়াকে ধ্বংসের জন্য সব বিশ্বাসঘাতককে কাজে লাগিয়েছ। এখন আমি তোমাদেরকে লেবাননের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কথাটিই বলতে চাই। তিনি বলেছেন, আমরা আসব।"।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন