সিরিয়ার সব শরণার্থীর ঘরে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i65286-সিরিয়ার_সব_শরণার্থীর_ঘরে_ফেরার_পরিবেশ_সৃষ্টি_হচ্ছে_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, সব শরণার্থী যাতে নিজ ঘরে ফিরতে পারে সে চেষ্টা চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ১৭:৫৮ Asia/Dhaka
  • ওয়ালিদ আল মুয়াল্লেম
    ওয়ালিদ আল মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, সব শরণার্থী যাতে নিজ ঘরে ফিরতে পারে সে চেষ্টা চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

সিরিয়ার  পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীসহ দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবন ব্যবস্থা উন্নত করার জন্য সরকার সব ধরণের চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতার প্রশংসা করেন তিনি। 

ডেভিড বিসলে

এ সময় খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে বলেন, শরণার্থীদের সহযোগিতা করার ক্ষেত্রে সিরিয়ার সরকারের ভূমিকা প্রশংসনীয়। তবে সরকারকে আরও বেশি চেষ্টা চালাতে হবে। 

সিরিয়ার বিশাল অঞ্চল সন্ত্রাসীমুক্ত হওয়ার পর সেখানে শরণার্থীদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। বিশ্বের ৪৫টি দেশে ৭০ লাখ শরণার্থী বাস করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪