কাতারের ওপর অবরোধ বহাল রাখবে সৌদি ও মিশর
সৌদি আরব ও মিশর যৌথভাবে ঘোষণা করেছে যে, কাতারের ওপর তারা সর্বাত্মক অবরোধ বহাল রাখবে। কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ অবরোধ আরোপ করে।
গতকাল (মঙ্গলবার) কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি বৈঠক করেন। এতে দুজন কাতারের ওপর অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হন। তারা কাতারকে কোনো রকমের ছাড় দিতে রাজি হন নি। দুবাইভিত্তিক সৌদি টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া এ খবর দিয়েছে।
এছাড়া, মিশর ও সৌদি আরব তাদের ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেছে।
গত বছর কাতারের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে ইরান ও তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়। এ দুটি দেশ বিশেষ করে খাদ্য সহযায়তা নিয়ে এগিয়ে আসে যার ফলে কাতারের লোকজন বড় রকমের দুর্যোগ থেকে বেঁচে যান। সেই থেকে ইরান ও তুরস্কের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো শত্রুতা আরো বাড়িয়ে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৮