আইএস-বিরোধী যুদ্ধে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরাকের প্রেসিডেন্ট
(last modified Sun, 16 Dec 2018 01:53:27 GMT )
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৭:৫৩ Asia/Dhaka
  • বারহাম সালিহ
    বারহাম সালিহ

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ তার দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ-বিরোধী যুদ্ধে বিজয়ে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়েশ বিরোধী যুদ্ধ চলে এবং এই যুদ্ধের সমাপ্তির প্রথম বার্ষিকী উপলক্ষে শনিবার বাগদাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরাকের প্রেসিডেন্ট বলেন, “এই যুদ্ধে বন্ধুপ্রতীম, প্রতিবেশী ও মিত্র দেশ ইরানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান এবং তা কৃতজ্ঞতা পাওয়ার দাবি রাখে।”

তিনি দায়েশ বিরোধী যুদ্ধে বিজয়ের ক্ষেত্রে ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানির ফতোয়া এবং জনপ্রিয় আধা-সামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র ভূমিকাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

২০১৪ সালে ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল দায়েশ; তবে তাদের দখলদারিত্ব তিন বছরের বেশি স্থায়ী হয়নি

অনুষ্ঠানে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন প্রেসিডেন্ট সালিহ। তিনি প্রধানমন্ত্রী আদিল আব্দুলমাহদির মন্ত্রিসভা গঠনে বিলম্বের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, দেশের স্বার্থে অবিলম্বে মন্ত্রিসভা গঠনের কাজ শেষ করে ইরাকের পুনর্গঠন কাজে মনযোগ দিতে হবে।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ২০১৭ সালের ডিসেম্বর মাসে তার দেশে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। ২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছিল দায়েশ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬

ট্যাগ