মিশর সফরে সিরিয়ার জেনারেল; সম্পর্ক চায় জর্দানও
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক মিশর সফর করেছেন। মিশরের গোয়েন্দা প্রধানের আমন্ত্রণে তিনি এ সফর করেন। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে যখন সিরিয়া মুক্ত হতে চলেছে এবং দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এ সফর অনুষ্ঠিত হলো।
কায়রো সফরের সময় জেনারেল মামলুক সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল (রোববার) এ খবর দিয়েছে।
দু দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এর আগে জেনারেল মামলুক ২০১৬ সালে মিশর সফর করেছিলেন। বেশিরভাগ আরব দেশ যখন সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছে কিংবা সম্পর্ক কমিয়ে দিয়েছে তখন মামলুক ওই সফর করেন। বলা হয়ে থাকে- সিরিয়ার সরকার ও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে শত্রুতা মিটমাট করার বিষয়ে কায়রো ভূমিকা পালন করেছে।
এদিকে, গতকাল সৌদি মালিকানাধীন পত্রিকা আল-আরাবিয়া জনিয়েছে, আরব দেশ জর্দানও সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এগুচ্ছে। প্রতিবেদেন বলা হয়েছে, জর্দানের একটি সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি সিরিয়া সফর করেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছ থেকে রাজা দ্বিতীয় আবদুল্লাহর জন্য একটি বিশেষ বার্তা নিয়ে দেশে ফিরেছে।
কিছুদিন জর্দান ও সিরিয়ার অভিন্ন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সিরিয়ার সেনারা। ওই চেকপয়েন্ট দিয়ে সিরিয়া ও জর্দানসহ মধ্যপ্রাচ্যের বহু দেশের পণ্য পরিবহন হয়ে থাকে।#
পার্সটুডে/এসআইবি/২৪