সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে সরিয়ে দিলেন রাজা সালমান
(last modified Fri, 28 Dec 2018 01:07:50 GMT )
ডিসেম্বর ২৮, ২০১৮ ০৭:০৭ Asia/Dhaka
  • আদেল আল-জুবায়ের
    আদেল আল-জুবায়ের

সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ এক রাজকীয় ফরমানে পররাষ্ট্রমন্ত্রী ‘আদেল আল-জুবায়ের’কে সরিয়ে সাবেক অর্থমন্ত্রী ‘ইব্রাহিম আল-আসাফ’কে তার স্থলাভিষিক্ত করেছেন। জুবায়েরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

সৌদি আরবের মন্ত্রিসভা’সহ আরো কিছু গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেয়া হলো। তবে এই রদবদলের কারণ সম্পর্কে বার্তা সংস্থাগুলোতে কোনো খবর পরিবেশিত হয়নি।

মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বাধীন প্রভাবশালী সৌদি রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন। তিনি ‘মুসায়েদ আল-আইবান’কে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়েছেন।

ফরমান জারি করছেন রাজা সালমান বিন আব্দুলআজিজ

রাজকীয় ফরমানে ‘আব্দুল্লাহ বিন বান্দার বিন আব্দুলআজিজ’কে ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী, ‘তুর্কি আশ-শাবানা’কে তথ্যমন্ত্রী এবং ‘হামাদ আলে শেইখ’কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

রাজা সালমানের ফরমানে লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ‘মোহাম্মাদ বিন নাওয়াফ বিন আব্দুলআজিজ বিন সৌদ’কেও সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া, সৌদি আরবের আল-আসির অঞ্চলের আমিরের পদ থেকে ‘ফয়সাল বিন খালিদ’কে সরিয়ে ‘তুর্কি বিন তালাল’কে আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।

রাজার ফরমানে আল-জৌফ অঞ্চলের আমির হিসেবে ‘বদর বিন সুলতান’র স্থলাভিষিক্ত হয়েছেন ‘ফয়সাল বিন নাওয়াফ’। সৌদি রাজার ফরমানে আরো যারা পদচ্যুত হয়েছেন তাদের মধ্যে সৌদি আরবের পর্যটন সংস্থার প্রধান ‘সুলতান বিন সালমান’ রয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮                      

ট্যাগ