মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার শিশুরা প্রাণ হারাচ্ছে: উপ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i69854-মার্কিন_নিষেধাজ্ঞার_কারণে_সিরিয়ার_শিশুরা_প্রাণ_হারাচ্ছে_উপ_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার শিশুরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। তিনি পাশ্চাত্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন সময় সিরিয়ার শিশুরা মারা যাচ্ছেন যখন তাদের দেশসহ গোটা আরব অঞ্চল জ্বালানী তেলের সাগরের উপর ভাসছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ০৬:১৯ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার শিশুরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। তিনি পাশ্চাত্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন সময় সিরিয়ার শিশুরা মারা যাচ্ছেন যখন তাদের দেশসহ গোটা আরব অঞ্চল জ্বালানী তেলের সাগরের উপর ভাসছে।

ফয়সাল মিকদাদ রুসিয়া আল-ইয়াওম পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা সিরিয়াকে অবরুদ্ধ করে রেখে দেশটিকে দুর্বল করে ফেলতে চায়। সিরিয়ার জনগণকে আত্মসমর্পনে বাধ্য করার জন্য শত্রুরা সব রকম ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক উপায়ে তার দেশের চলমান সংকটের আহ্বান জানিয়ে বলেন, এ কাজে সিরিয়ার  জনগণ প্রধান ভূমিকা পালন করবে। সিরিয়ার সরকার ও জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার মাধ্যমে শত্রুর সব রকম ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আমেরিকার একতরফা নীতি ও অর্থনৈতিক যুদ্ধকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থি হিসেবে উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, বিদ্বেষী পশ্চিমা দেশগুলো অবরোধ আরোপের ক্ষেত্রে সম্পূর্ণ অমানবিক পন্থা অবলম্বন করছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৬