ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করুন: আরবদের প্রতি সায়িব এরিকাত
(last modified Wed, 05 Jun 2019 11:29:06 GMT )
জুন ০৫, ২০১৯ ১৭:২৯ Asia/Dhaka
  • সায়িব এরিকাত
    সায়িব এরিকাত

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র মহাসচিব ও প্রধান আলোচক সায়িব এরিকাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি প্রস্তাব ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কথিত এ শান্তি প্রস্তাবকে একদল ঔপনিবেশিকের পরিকল্পনা বলে মন্তব্য করেন।

গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, “আমি আবারো আমাদের আরব ভাইদেরকে এই ঔপনিবেশিকদের সঙ্গে আলোচনায় না বসার আহ্বান জানাচ্ছি।” তিনি ঔপনিবেশিক বলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই ও শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাসন গ্রিনব্লাট এবং ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রায়েডম্যানকে বুঝিয়েছেন। সায়িব এরিকাত বলেন, অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের সমৃদ্ধির জন্য তারা এ পরিকল্পনা করেছেন।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে জারেড কুশনার (ডানে)

জারেড কুশনারের বক্তব্যের জবাবে এরিকাত এসব কথা বলেন। কুশনার বলেছেন, ফিলিস্তিনিরা আত্ম-নিয়ন্ত্রণের অধিকার রাখেন তবে তারা এখনো শাসন পরিচালনার জন্য উপযুক্ত নন। এজন্য তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন। এরইমধ্যে ফিলিস্তিন সরকার ও সেখানকার প্রধান রাজনৈতিক শক্তিগুলো মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।# 

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ