ইদলিবে সিরিয় বাহিনীর বিজয়ের ধারা অব্যাহত: ৩ শহর মুক্ত
(last modified Fri, 30 Aug 2019 06:47:14 GMT )
আগস্ট ৩০, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • মুক্ত অঞ্চলে উল্লাস করছে সিরিয় সেনাদল
    মুক্ত অঞ্চলে উল্লাস করছে সিরিয় সেনাদল

সিরিয়ার সেনাদল ও মিত্র বাহিনী ইদলিব প্রদেশে বিজয়ের ধারা অব্যাহত রেখেছে এবং প্রদেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ তিন শহরকে মুক্ত করেছে। শহরগুলো হচ্ছে- খওয়াই, জারজোর এবং আত তামানাহ্। এ শহর তিনটি ইদলিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

নতুন এ বিজয়ের মধ্য দিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এবং বিদেশি মদদপুষ্ঠ সন্ত্রাসীদেরকে আরও পেছনে ঠেলে দেয়া হলো।

সিরিয়ার সরকার বিরোধী সূত্রগুলো দাবি করছে, ইদলিব শহরের উপকণ্ঠে বোমা বর্ষণ করা হয়েছে। কৌশলগত শহরটি দখলে পদাতিক বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে এ বোমা বর্ষণ করা হয়। তারা বলছে, অনেক উঁচু থেকে যুদ্ধবিমান দিয়ে এসব বোমা বর্ষণ করা হয়। যুদ্ধবিমানগুলো রাশিয়ার হতে পারে বলে ধারণা ব্যক্ত করা হয়েছে।

মুক্ত অঞ্চলে উল্লাস  করছে সিরিয় সেনাদল

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাইয়ের নেতৃত্বাধীন দেশটির অভিজাত সেনাবাহিনী সিরিয়ার রিপাবলিকান গার্ডসের শত শত সেনার পাশাপাশি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের ইদলিবে মোতায়েন করা হয়েছে বলে এসব সূত্র দাবি করছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাতে বিজয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই ইদলিবে নতুন সফলতা অর্জন করল সিরিয় বাহিনী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ