আরামকো হামলার পর মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গেছে: হিজবুল্লাহ
(last modified Mon, 23 Sep 2019 10:17:32 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৬:১৭ Asia/Dhaka
  • শেখ নাবিল কাউক
    শেখ নাবিল কাউক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী সমীকরণ বদলে গেছে।

আরামকো স্থাপনায় হামলার এক সপ্তাহ পর গতকাল (রোববার) হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা এ বক্তব্য দিয়েছেন। ইয়েমেনিদের ড্রোন হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন একেবারে অর্ধেকে নেমে গেছে।

এ প্রসঙ্গে শেখ নাবিল কাউকে বলেন, সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে যা আমেরিকা এবং তার আঞ্চলিক ক্রেতাদের জন্য অনুকূল নয়।

তেল স্থাপনায় ইয়েমেনের হামলার পর ব্যাপকভাবে আগুন ধরে যায়

তিনি আরো বলেন, সৌদি আরবে এখন হতাশ হয়ে পড়েছে কারণ তারা মার্কিন সমর্থন লাভের আশায় আমেরিকা থেকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে। কিন্তু তাদের এই সমস্ত প্রচেষ্টা এখন ব্যর্থ হয়ে গেছে। ড্রোন হামলার পর মার্কিন প্রশাসন বিব্রত এবং অনেকটা হতবিহ্বল।

ইয়েমেনি ড্রোনের নিখুঁত এবং ভয়াবহ হামলার ক্ষমতায়েইহুদিবাদী ইসরাইলও সতর্ক হয়ে গেছে। আরামকো হামলার পর তারা নিজেরাও এ ধরনের হামলার ভয়ে রয়েছে বলে মন্তব্য করেন শেখ নাবিল কাউক।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ