ইরান থেকে মুক্তি পেয়ে দুবাই বন্দরে ভিড়েছে ব্রিটিশ সেই জাহাজ
(last modified Sun, 29 Sep 2019 11:11:20 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৭:১১ Asia/Dhaka
  • দুবাইয়ের বন্দরে ভিড়েছে ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইম্পেরো
    দুবাইয়ের বন্দরে ভিড়েছে ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইম্পেরো

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে মুক্তি পাওয়ার পর ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইম্পেরো দুবাইয়ের একটি বন্দরে ভিড়েছে। গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্রিটিশ এ জাহাজটিকে আটক করেছিল।

১০ সপ্তাহ আটক থাকার পর জাহাজটিকে গত শুক্রবার ইরান মুক্তি দেয় এবং এরপর গত মধ্যরাতের দিকে দুবায়ের শেখ রশিদ বন্দরে নোঙ্গর করে। ব্রিটিশ এই তেলবাহী জাহাজটির মূল মালিক সুইডেনের স্টেনা বাল্ক কোম্পানি। ওই কোম্পানির প্রধান নির্বাহী এরিক হ্যানেল এর আগে এক খুদে বার্তায় জানান, “অবশেষে জাহাজটি দুবাইয়ের দিকে যাচ্ছে।”

ব্রিটিশ তেল ট্যাংকারটিকে আটক করে আইআরজিসি

স্টেনা বাল্কের মুখপাত্র বলেছেন, জাহাজের ক্রুদেরকে মেডিকেল চেকআপ করা হবে। এরপর তারা নিজেদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন। জাহাজে মোট ২৩ ক্রুর মধ্যে সাতজনকে চলতি মাসের প্রথম দিকে মুক্তি দিয়েছিল ইরান। জাহাজের ক্রুরা ভারত, রাশিয়া ও ফিলিপাইনের নাগরিক।

স্টেনা বাল্কের মুখপাত্র জানান, জাহাজের ক্রুরা মানসিকভাবে খুবই চাঙ্গা রয়েছে সেটি বোঝা যাচ্ছে। তাদেরকে সমুদ্র উপকূলে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চেকআপ করানো হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ