ইরাকে যেন বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি না হয়: আয়াতুল্লাহ সিস্তানি
(last modified Sat, 26 Oct 2019 00:58:39 GMT )
অক্টোবর ২৬, ২০১৯ ০৬:৫৮ Asia/Dhaka
  • ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানি
    ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানি

ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানি দেশটির চলমান সরকার বিরোধী বিক্ষোভকে পুঁজি করে ইরাকে বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।তিনি শুক্রবার কারবালার বৃহত্তম জুমার নামাজে সমবেত মুসল্লিদের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে এই সতর্কবাণী উচ্চারণ করেন। আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি আব্দুলমাহদি কারবালায়ি জুমার নামাজের আগে বিবৃতিটি মুসল্লিদের উদ্দেশে পড়ে শোনান।

ইরাকের প্রশাসনে দুর্নীতি ও সরকারের অদক্ষতার প্রতিবাদে দেশটিতে যে বিক্ষোভ চলছে তা যেন মারাত্মক সহিংসতায় রূপ না নেয় সেজন্য আয়াতুল্লাহ সিস্তানি বিক্ষোভকারীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও সতর্ক থাকার আহ্বান জানান।তিনি বলেন, বিক্ষোভকে দেশবিরোধী ও নাশকতামূলক তৎপরতার হাতিয়ারে পরিণত করা যাবে না।

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ

ইরাকের রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশের অর্থনৈতিক সংকটসহ নানা অনিয়ম অবসানের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে। তবে গতকাল রাজধানী বাগদাদ এবং নাজাফ শহরের বিক্ষোভ থেকে ইরাকের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে।

আয়াতুল্লাহ সিস্তানি তার বিবৃতিতে আরো বলেন, জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না হয় এমন যেকোনো বিক্ষোভ দেখানোর অধিকার ইরাকের সংবিধানে সংরক্ষিত রয়েছে। নিরাপত্তা বাহিনীকে এ ধরনের বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইরাকের এই প্রভাবশালী আলেম উদ্বেগ প্রকাশ করে বলেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে যা কোনোভাবেই কাম্য নয়।তিনি বলেন, সরকারকে জনগণের ন্যায়সঙ্গত দাবিদাওয়া মেনে নিতে হবে এবং গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ