মধ্যপ্রাচ্যের মানুষের সমস্যার মূলে রয়েছে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি: আয়াতুল্লাহ ইমামি কাশানি
(last modified Fri, 15 Nov 2019 12:22:52 GMT )
নভেম্বর ১৫, ২০১৯ ১৮:২২ Asia/Dhaka
  • ইমামি কাশানি
    ইমামি কাশানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মধ্যপ্রাচ্যের মানুষের বর্তমান দুঃখ-দুর্দশার কারণ হচ্ছে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি। সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সাম্রাজ্যবাদকে রুখে দিতে হবে, শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এসব কথা বলেন।

আয়াতুল্লাহ কাশানি আরও বলেছেন, যারা ইয়েমেন ও ফিলিস্তিনে বোমা ফেলছে তারা গোটা মুসলিম বিশ্বকেই ধ্বংস করে দিতে চায়। তিনি বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ এখন গোটা বিশ্বের মুসলমানদের অপমান করছে। মুসলমানরা ঐক্যবদ্ধ হলে শত্রুরা তাদের ওপর কর্তৃত্ব করতে পারবে না।

তেহরানের জুমার নামাজের এই খতিব বলেন, ইরান ইহুদি ধর্মাবলম্বীদের বিরোধী বলে শত্রুরা প্রচার করছে, কিন্তু এটা ঠিক নয়। ইরান ইহুদি ধর্মাবলম্বী নয় বরং ইহুদিবাদীদের বিরোধী। কারণ হলো ইহুদিবাদীরা ইহুদি ধর্মও মানে না, খ্রিস্টান ধর্মও মানে না। তারা আল্লাহর শত্রু, তারা মানবতা ও সব মূল্যবোধের শত্রু।

তিনি বলেন, ইহুদি ধর্মাবলম্বীরা নিজেরাও অবৈধ ইহুদিবাদী ইসরাইলের বিরোধিতা করছে এবং তারাও মনে করে ইহুদিবাদী গোষ্ঠী আল্লাহ-বিরোধী।#   

পার্সটুডে/এসএ/১৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ