ইরানি কনস্যুলেটে হামলার নিন্দা জানাল তেহরান ও বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i75536
ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের অগ্নিকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এবং বাগদাদ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ১৮:২৬ Asia/Dhaka
  • নাজাফ শহরে ইরানি কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের হামলা
    নাজাফ শহরে ইরানি কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের হামলা

ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে দুষ্কৃতকারীদের অগ্নিকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এবং বাগদাদ।

গতকাল (বুধবার) একদল মুখোশধারী দুষ্কৃতকারী নাজাফ শহরে ইরানের কন্স্যুলেট ভবনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ইরানি কন্স্যুলেট ভবন থেকে ইরানের জাতীয় পতাকা খুলে ফেলে সেখানে ইরাকের পতাকা উড়িয়ে দেয়। ঘটনার ভয়াবহতা আঁচ করে পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মীরা কন্স্যুলেট ভবন থেকে ইরানি কর্মকর্তা-কর্মচারীদেরকে সরিয়ে নেয়।

এর প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ঘটনার দায়িত্ব নেয়ার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হামলায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাগদাদ সরকারকে চূড়ান্ত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইরানি কন্স্যুলেট ভবন রক্ষার ব্যাপারে ইরাকি কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আব্বাস মুসাভি বলেন, এ ব্যাপারে তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

একইভাবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আমরা বিশ্বাস করি এই হামলার উদ্দেশ্য খুব পরিষ্কার এবং সেটি হচ্ছে ইরানের সঙ্গে যে ইরাকের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তা নস্যাৎ করার চেষ্টা।

মন্ত্রণালয় বলেছে, নাজাফে ইরানি কন্স্যুলেট ভবনে হামলার মাধ্যমে এই কথিত বিক্ষোভের উদ্দেশ্য পরিষ্কার হয়েছে এবং এটি জাতীয় দাবি থেকে বহুদূরের কোনো এজেন্ডা বাস্তবায়নের অংশ।

গতকালের হামলার পর নাজাফ শহর এবং আশপাশের প্রদেশগুলোতে কারফিউ জারি করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৮