ইরানি কন্স্যুলেটে হামলা: ক্ষমা চাইল ইরাক সরকার
-
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম
ইরাকের পবিত্র নাজার শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল হাকিম তেহরানের কাছে ক্ষমা চেয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম ক্ষমা চাওয়া বিষয়টি জানান। তিনি বলেন, ইরানি কূটনীতিক এবং কূটনৈতিক মিশনগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা দেয়ার ব্যাপারে বাগদাদ প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার একদল মুখোশধারী দুষ্কৃতকারী নাজাফ শহরে ইরানের কন্স্যুলেট ভবনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ইরানি কন্স্যুলেট ভবন থেকে ইরানের জাতীয় পতাকা খুলে ফেলে সেখানে ইরাকের পতাকা উড়িয়ে দেয়। ঘটনার ভয়াবহতা আঁচ করে পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মীরা কন্স্যুলেট ভবন থেকে ইরানি কর্মকর্তা-কর্মচারীদেরকে সরিয়ে নেয়।
এর প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ঘটনার দায়িত্ব নেয়ার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হামলায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাগদাদ সরকারকে চূড়ান্ত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।