ইরানি কন্স্যুলেটে হামলার নিন্দা জানালেন মুক্তাদা আস-সাদ্র
-
মুক্তাদা আস-সাদ্র
ইরাকের পবিত্র নাজাফ শহরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কন্স্যুলেট ভবনে মুখোশধারী দুষ্কৃতকারীদের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রভাবশালী আলেম মুক্তাদা আস-সাদ্র। একইসঙ্গে তিনি এই হামলার সঙ্গে তার সমর্থকদের জড়িত থাকার কথা নাকচ করে দিয়েছেন।
মুক্তাদা বলেন, “আমরা কূটনৈতিক মিশনের ওপর হামলার নিন্দা জানাই কারণ এই ধরনের কাজ সাদ্র আন্দোলনের বৈশিষ্ট্য নয়।”
গত বুধবার রাতে একদল দুষ্কৃতকারী ইরানের কন্স্যুলেট ভবনে হামলা চালায়। তারা সেখান থেকে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলে এবং ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দেয়।

নাক্কারজনক এ ঘটনার পর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি জাওয়াদ জারিফকে বলেছেন, ইরানি কূটনৈতিক মিশন এবং তার কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা দেয়ার ব্যাপারে ইরাক প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, ইরানি কন্স্যুলেট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। এছাড়া, নাজাফ প্রদেশের নিরাপত্তা-প্রধান হিসেবে মেজর জেনারেল আলী আল হাশেমীকে তিনি নিয়োগ দিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৯