সিরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র থাকার প্রমাণ কেউ দেখাতে পারবে না: মিকদাদ
(last modified Thu, 05 Dec 2019 02:03:41 GMT )
ডিসেম্বর ০৫, ২০১৯ ০৮:০৩ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তার দেশের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে ‘অবাস্তব’ আখ্যায়িত করে বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে একটি সমন্বিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, সিরিয়ার কাছে কোনো রাসায়নিক অস্ত্র নেই।

মিকদাদ বলেন, আমেরিকা, তুরস্ক ও সৌদি আরবসহ আরো কিছু দেশ সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে। সন্ত্রাসীদের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দেয়ার দলিল দামেস্কের কাছে আছে বলেও জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিরা এই অস্ত্র সিরিয়ার সেনাবাহিনী ও সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে।

আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা এ পর্যন্ত বহুবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে সিরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে।

২০১৮ সালের ১৪ এপ্রিল সিরিয়ার বিভিন্ন অবস্থানে অন্তত ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা ও ফ্রান্স। সিরিয়ার পূর্ব ঘৌতা এলাকার দুমা শহরে রাসায়নিক হামলা হওয়ার এক সপ্তাহের মাথায় ওই হামলার জন্য দামেস্ককে দায়ী করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পূর্ব ঘৌতা এলাকাটি যখন সন্ত্রাসীদের কাছ থেকে পরিপূর্ণভাবে সরকারি সেনাদের নিয়ন্ত্রণে আসে তখন ওই হামলা হয়।

এর আগে ২০১৭ সালের ৭ এপ্রিল সিরিয়ার খান শেইখুনে রাসায়নিক হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে সেদেশের হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে হামলা চালায় আমেরিকা। #

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।