ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি আরবের ২ সেনা নিহত
(last modified Mon, 09 Dec 2019 09:27:55 GMT )
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka
  • সৌদি সেনা
    সৌদি সেনা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের দুই সেনা নিহত হয়েছে। ইয়েমেনি সেনারা সৌদি আরবের জিজান সীমান্তে এ হামলা চালায়।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ গতকাল (রোববার) এক রিপোর্টে জানিয়েছে, জিজানের ডেপুটি গভর্নর মুহাম্মদ বিন আব্দুল আজিজ বিন মুহাম্মদ বিন আব্দুল আজিজ নিহত সেনা সার্জেন্ট আহমেদ বিন ইয়াহিয়া সুলাইমান আল-গাজওয়ানি এবং সিপাহি সুলতান বিন ইসা শিবলীর স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে শোক ও সমবেদনা জানান। তবে এসপিএ’র ওই প্রতিবেদনে সুনির্দিষ্ট করে বলা হয় নি যে, কবে বা কখন ওই সেনারা নিহত হয়েছে।

এদিকে, ইয়েমেনের সা’দা প্রদেশের একটি পাহাড়ি অঞ্চলে সৌদি সেনাদের নির্বিচার গুলিতে আফ্রিকার তিনজন উদ্বাস্তু নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ইয়েমেনি কর্মকর্তা আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে জানিয়েছেন, প্রদেশের আর-রাকু এলাকায় সৌদি সেনারা নির্বিচারে গুলি চালায়।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ