বায়তুল মুকাদ্দাসের ধর্মযাজকের ওপর বিষ প্রয়োগ করল ইসরাইল
(last modified Tue, 24 Dec 2019 11:44:41 GMT )
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৭:৪৪ Asia/Dhaka
  • আতাউল্লাহ হান্না
    আতাউল্লাহ হান্না

অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের অর্থোডক্স গির্জার ধর্মযাজক আতাউল্লাহ হান্নার ওপর বিষ প্রয়োগ করেছে ইহুদিবাদী ইসরাইল।

হাসপাতালে চিকিৎসাধীন এই ধর্মযাজক আল মায়াদিন টিভি চ্যানেলকে বলেছেন, বায়তুল মুকাদ্দাসে তার থাকার ঘরের পাশে রাসায়নিক উপাদান ছড়িয়ে দিয়েছে ইসরাইল। এর ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

ইসরাইলের রাসায়নিক উপাদানের কারণে অসুস্থ হয়ে পড়ার পর তাকে জর্দানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলি কোনো হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় তাকে জর্দানে নিয়ে যাওয়া হয়েছে।

অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মযাজকের থাকার ঘরের পাশে যে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেওয়া হয়েছে তা মানুষের নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয়। আতাউল্লাহ হান্না বলেছেন, ফিলিস্তিন ইস্যুর প্রতি সমর্থন দেওয়ার কারণেই দখলদার ইসরাইল তাকে টার্গেট করেছে।

বায়তুল মুকাদ্দাসে নিযুক্ত এই ধর্মযাজক এর আগে বলেছিলেন, দখলদারেরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের পরিচিতি ধ্বংসের চেষ্টা করছে। ইসলাম ও খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে এবং বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর ষড়যন্ত্র করছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ