লিবিয়ায় হাফতার বাহিনীর জন্য ৭০০ ভাড়াটে সেনা পাঠাল আমিরাত
-
হাফতার বাহিনীর সামরিক সরঞ্জাম
লিবিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা জেনারেল খালিফা হাফতারের সমর্থনে সাতশ' ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সাতশ' সেনাকে সুদান ও চাদ থেকে ভাড়া করা হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের অভিযানে সহযোগিতা করতে এসব সেনাকে পাঠানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মহলের সমর্থনপুষ্ট জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল-সিরাজ বলেছেন, তুরস্কের কাছ থেকে সামরিক সহযোগিতা নেয়া ছাড়া এখন আর লিবিয়ার সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই।
গত মাসে লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী তুরস্কের সঙ্গে দু'টি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী তুরস্ক এখন বৈধ ভাবে লিবিয়ায় সেনা পাঠাতে পারবে। মিশর, সাইপ্রাস ও গ্রিস ওই দুই চুক্তির বিরোধিতা করে আসছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর জেনারেল হাফতারের বাহিনীকে সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আর লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রতি সমর্থন দিচ্ছে তুরস্ক ও কাতার।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন