ফিলিস্তিন এখনও আমাদের প্রধান ইস্যু: সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sun, 19 Jan 2020 11:44:37 GMT )
জানুয়ারি ১৯, ২০২০ ১৭:৪৪ Asia/Dhaka
  • ফয়সাল আল মিকদাদ
    ফয়সাল আল মিকদাদ

সিরিয়ার  উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বলেছেন, সিরিয়ার কাছে ফিলিস্তিন এখনও প্রধান ইস্যু এবং ভবিষ্যতেও এ নীতি অক্ষুন্ন থাকবে। তিনি আজ (রোববার) দামেস্কে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

আল-মিকদাদ আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সংহতি জরুরি।

তিনি বলেন, পাশ্চাত্যের ব্যাপক চাপ ও যুদ্ধের পরও সিরিয়া তার আগের নীতিতে অটল রয়েছে এবং ফিলিস্তিন ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাওয়াদ জারিফ মসজিদুল আকসার গেইট 'বাব আর রাহমাহ'-তে ইসরাইলি হামলার নিন্দা জানান।   

এ সময় পিএলও'র কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের প্রধান আহমাদ আলী ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সরকার ও জনগণের সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা চাই সিরিয়া যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের কবলমুক্ত হোক। কারণ নিশ্চিতভাবে এর ফলে ফিলিস্তিনিরা লাভবান হবে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ